সাবেক বিসিবি সভাপতি পাপনের পিএসসহ গ্রেপ্তার ২

আপডেট: November 3, 2024 |
inbound7960653276300121922
print news

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের দুই ব্যক্তিগত সচিবকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে র‍্যাব-১৪ ও র‍্যাব-১ এর যৌথ অভিযান চালিয়ে সাখাওয়াত মোল্লা ও আ. হেকিম রায়হানকে গ্রেপ্তার করে। রোববার (৩ নভেম্বর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

জানা গেছে, আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে এমপি পদ হারান নাজমুল হাসান পাপন। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর