দাবিতে অনড় সাত কলেজ শিক্ষার্থীরা, ক্যাম্পাসে বিক্ষোভ

আপডেট: November 3, 2024 |
inbound3812190990537903077
print news

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতেই অনড় রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। তাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ নভেম্বর) কলেজের ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা বলেন, মানোন্নয়নের আশায় সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলেও পরীক্ষা গ্রহণে দীর্ঘসূত্রতা, ফল প্রকাশে বিড়ম্বনা ও গণহারে ফেলসহ নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

অবিলম্বে শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষাবিদদের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবি তোলেন তারা।

আগামী সোমবারও (৪ নভেম্বর) ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা। দ্রুত দাবি না মানলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তাদের।

এর আগে, গত শনিবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করে দুই দিন ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দেন কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি।

উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ- সরকারি এই সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করছেন কলেজগুলোর শিক্ষার্থীরা।

Share Now

এই বিভাগের আরও খবর