মুক্তি পাচ্ছে রং ঢং

আপডেট: November 4, 2024 |
boishakhi news 12
print news

চলচ্চিত্র নির্মাতা আহসান সারোয়ার নির্মাণ করেছেন ‘রং ঢং’ শিরোনামে সিনেমা। অনেকদিন আগে এর নির্মাণ কাজ শেষ করেন তিনি। এরপর সেন্সর বোর্ডের (তৎকালীন) ছাড়পত্রও পায়। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এটি।

সিনেমাটির প্রযোজক আহসান জুবায়ের জানান, আগামী ৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রং ঢং’। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি চলছে।

‘রং ঢং’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, শবনম পারভীন, এজাজুল ইসলাম, জামিল, প্রাণ রায়, অর্ণব খান, সোহেল মন্ডল প্রমুখ।

 

ব্ল্যাকশাইন লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, মাহমুদুল হাসান রোমান্স, শামিম আলম বুলেট, তাসনুব। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, কিশোর, সুমিত, জামিল হোসেন, আদি।

 

Share Now

এই বিভাগের আরও খবর