গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে কে এগিয়ে – ট্রাম্প না হ্যারিস?

আপডেট: November 6, 2024 |
inbound5473563603195899961
print news

যুক্তরাষ্ট্রের যে ছয়টি রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, সেগুলোর তিনটি হল জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভানিয়া। এই তিনটি রাজ্যেই এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে, মিশিগানে কমালা হ্যারিসের পাল্লা ভারী। যদিও সেখানে এখন পর্যন্ত ১৯ শতাংশ ভোট গণনা হয়েছে। এছাড়া, অ্যারিজোনা এবং উইসকনসিনেও এগিয়ে আছেন মিজ হ্যারিস।

এর আগে ২০১৬ এবং ২০২০ সালে নর্থ ক্যারোলাইনায় জিতেছিলেন ট্রাম্প। এছাড়া, ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন জিতেছিলেন বাকি রাজ্যগুলো।

যদিও বাইডেন খুব কম ব্যবধানে জিততে পেরেছিলেন সেবার। এবারের নির্বাচনে এই রাজ্যগুলোতে সম্ভাব্য বিজয়ী কে? এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।

সেখানকার পরিস্থিতি প্রতি মিনিটে পরিবর্তিত হচ্ছে। তাই এখনই কোনোকিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Share Now

এই বিভাগের আরও খবর