ডিআইইউ’তে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট: November 9, 2024 |
inbound5725980404007475981
print news

ডিআইইউ প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ’র) সমাজ বিজ্ঞান বিভাগ কতৃক আয়োজিত পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪।

শুক্রবার ( ০৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় ইউনিটি ফুটবল টুনামেন্টের ফাইনাল ম্যাচ দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।

খেলায় দুরন্ত ৪৪ এ ব্যাচ এবং সোশাল স্ট্রাইকার ৪৪ বি ব্যাচ অংশগ্রহণ করে এতে দুরন্ত ৪৪ এ ব্যাচ ৪-০ ব্যবধানে বিজয়ী লাভ করে।

দিন ব্যাপি এই অনুষ্ঠানে নাচ,গান, কবিতা আবৃত্তি সহ আরো অনেক ইভেন্ট রাখা হয়। সময় বাড়ার সাথে সাথে ছেলেদের মোরগ লড়াই, মেয়েদের মিউজিক্যাল চেয়ার এবং শিক্ষকদের জন্য পাতিল ভাঙা খেলার আয়োজন করা হয়।

পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে সমাজ বিজ্ঞানের শিক্ষার্থীরা জানান, এতো সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানায় এবং প্রতি বছর যেন এমন আয়োজন করতে পারে তার জন্য আশাব্যক্ত করেন।

শিক্ষার্থীরা আরো বলেন, আমরা সারাদিন খুব আনন্দে কাটাচ্ছি, মনে হচ্ছে সেই শৈশবে ফিরে গেছি। পড়াশোনার পাশাপাশি এমন অনুষ্ঠান এবং খেলায় আয়োজন আমাদের শারীরিক এবং মানসিক প্রশান্তি দেয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজ চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এক্টিং প্রো-ভিসি ড. গনেশ চন্দ্র সাহা, ট্রেজারার, ড. জাহিদুল ইসলাম, প্রক্টর এন্ড প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন এবং সমাজ বিজ্ঞানের প্রধান সহযোগী অধ্যাপক জামশেদুর রহমান সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং অন্যন্য শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, ফুটবল খেলার বিজয়ী দল সহ অন্যন্য বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় এবং সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়

Share Now

এই বিভাগের আরও খবর