বাংলাদেশকে নিয়ে যে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী

আপডেট: November 9, 2024 |
inbound5247941360600098422
print news

সম্প্রতি ভারত ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে দুই দেশের সেনাপ্রধানরা ভার্চুয়ালি বৈঠক করেছেন। ঠিক সেই সময়ে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতকে সরিয়ে দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না।

শুক্রবার (৮ নভেম্বর) সংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

ফিরহাদ হাকিম বলেন, যদিও পররাষ্ট্রনীতি নিয়ে তাদের কোন কিছুই বলা উচিত নয়। তবে যেটা হচ্ছে সেটা ঠিক নয়। দুই দেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

এ সময় বাংলাদেশর স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের অবদানকে পুনরায় মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এটা ভুললে চলবে না বাংলাদেশের স্বাধীনতা ভারতের সাহায্য ছাড়া কোনদিন আসতো না।

মুক্তিযুদ্ধে সমর্থন ও যুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকারকে স্বীকৃতি দিয়েছিল ভারত। ভারতের মাটিতে তাদের প্রচুর আশ্রয় দিয়েছি আমরা। সুতরাং ভারতকে সরিয়ে দিয়ে বাংলাদেশ থাকতে পারবে না, তার অস্তিত্ব থাকবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এধরনের বেপরোয়া মনোভাব এবং মন্তব্য দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতির ক্ষেত্রেও নেতিবাচক।

ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি থেকে যখন বাংলাদেশ প্রসঙ্গে ঢাকার ক্ষেত্রে সম্মান ও মর্যাদার সঙ্গে নমনীয় কূটনৈতিক মনোভাব দেখাচ্ছে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরাদ হাকিমের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

Share Now

এই বিভাগের আরও খবর