ওবায়দুল কাদেরের পিএস মতিন গ্রেপ্তার

আপডেট: November 12, 2024 |
inbound3452199447397213911
print news

ঢাকার কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল মতিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন।

তিনি জানান, কেরানীগঞ্জের ইস্পাহানী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াজ হত্যা মামলায় মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার পতনের পর থেকেই আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন।

এর আগে ওবায়দুল কাদের অবস্থান করছে এমন সন্দেহে চট্টগ্রাম নগরের হালিশহরের একটি ফ্ল্যাট বাড়িতে অভিযান চালায় মেট্রোপলিটন পুলিশ। পরে কাদেরকে না পেয়ে তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে (৭০) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

শনিবার (৯ নভেম্বর) রাতে হালিশহর থানা এলাকার আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারে ওই অভিযান চালায় পুলিশ। সেসময় নুরুল হুদাকে থানায় নিয়ে যাওয়া হলেও রোববার (১০ নভেম্বর) সকালে তাকে ছেড়ে দেয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর