সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যানের নেতৃত্বে দিদার-শরিফুল

আপডেট: November 13, 2024 |
inbound8034033770207890989
print news

সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে।

সোমবার  (১১ নভেম্বর) নতুন কমিটির অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টারা।

এতে আদিল হোসেন দিদারকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের কাজী শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

প্রধান উপদেষ্টা -মো:হুমায়ুন কবির সোহাগ, অন্যান্য উপদেষ্টা-মো:নাহিদ হাসান,রাশেদুজ্জামান খান রাশেদ,এইচ এম পারভেজ,রায়হান হোসেন পল্লব, মেহেদী হাসান শুভ এবং এনামুল হক সাক্ষরিত বিজ্ঞাপ্তিতে ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন –  সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সৈকত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সিয়াম , সাংগঠনিক সম্পাদক নাফিস ফুয়াদ, দপ্তর সম্পাদক মেহেদি হাসান লিমন, অর্থ সম্পাদক আনিসুল রহমান তারেক, প্রচার সম্পাদক দিলোয়ার হোসেন বাবু সহ আরো অনেকে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম  বলেন, “ ময়মনসিংহ বিভাগ থেকে সোহরাওয়ার্দী কলেজে যে সকল শিক্ষার্থী অধ্যায়ন করে তাদের সাথে পারস্পারিক সম্পর্ক স্থাপন রেখে সামনে  ভালো কিছু করা আমাদের ছাত্রকল্যাণের লক্ষ্য।

আমরা সংগঠনটিতে গতানুগতিক কার্যক্রমের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট ও সহ-শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে চাই।আমরা সকলের সহযোগিতায় এই সংগঠনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।

এ জন্য আমরা দল, মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করি। সংগঠনের পদপদবির বাইরেও ময়মনসিংহ বিভাগের স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষায় সকলের দৃঢ় ভূমিকা আমাদের কাম্য। ”

প্রসঙ্গত, ময়মনসিংহ  বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত ময়মনসিংহের  চারটি জেলা (ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর) এর  বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি বৃহৎ সংগঠন।

এটি ময়মনসিংহ  থেকে কলেজে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজ ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।”

Share Now

এই বিভাগের আরও খবর