দেশে ব্যবসার সবচেয়ে বড় বাধা দুর্নীতি: সিপিডি

আপডেট: November 17, 2024 |
inbound6575143774699143601
print news

বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে দুর্নীতিকে সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

শেখ হাসিনার শাসনামলে পরিচালিত এই জরিপে দেখা গেছে, ২০২৪ সালে প্রায় ১৭ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান দুর্নীতিকে তাদের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে।

রোববার (১৭ নভেম্বর) সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ঢাকার ব্র্যাক সেন্টার ইনে এক সংলাপে গবেষণার ফলাফল তুলে ধরে বলেন, বিগত সরকারের আমলে দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশে সীমিত অগ্রগতি দেখা গেছে। ব্যবসায়িক কার্যক্রম কয়েকটি প্রভাবশালী গোষ্ঠীর হাতে জিম্মি ছিল।

দেশে ব্যবসার পরিবেশ সংস্কার নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেছিল সিপিডি।

ডলারের বিনিময় হারে অস্থিরতাকে দ্বিতীয় বৃহত্তম চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়েছে। এরপর আছে অদক্ষ সরকারি আমলাতন্ত্র, মূল্যস্ফীতি ও মূলধন পাওয়ার সীমিত সুযোগ।

গত ফেব্রুয়ারি থেকে জুনে পরিচালিত এ জরিপে আরও বেশ কয়েকটি সমস্যা উঠে এসেছে। সেগুলো হলো—অপর্যাপ্ত অবকাঠামো, দুর্বল জনস্বাস্থ্য, অপরাধ ও চুরি এবং শ্রমবাজারে নৈতিকতার অভাব।

খন্দকার গোলাম মোয়াজ্জেম আরও বলেন, নীতি, আইন, প্রতিষ্ঠান ও কার্যক্রমে উল্লেখযোগ্য সংস্কারের অভাব অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ গড়ে ওঠার বিষয়টিকে বাধাগ্রস্ত করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলো দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার মুখে পড়েছিল। পটপরিবর্তনের পরও এর প্রভাব অব্যাহত আছে।

এছাড়া আরও বলা হয়েছে, ৫৭ শতাংশের বেশি ব্যবসায়ী মনে করেন, কর সংক্রান্ত সেবা পেতে ঘুষ দিতে হয়। আগের বছর এ অভিযোগ ছিল ৪৭ দশমিক ৮ শতাংশ ব্যবসায়ীর।

গোলাম মোয়াজ্জেম বলেন, ঘুষের প্রকৃত চিত্র হয়তো প্রতিবেদনে উঠা আসা তথ্যের চেয়ে বেশি। গত ৮ আগস্ট গঠিত বর্তমান অর্ন্তবর্তী সরকার সংস্কার এজেন্ডা নিয়েছে।

গত সরকারের সময় ব্যবসা পরিবেশে লক্ষণীয় উন্নতি হয়নি। একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে ব্যবসা-বাণিজ্য কুক্ষিগত ছিল। বিনিয়োগ ও বাণিজ্যে অনিশ্চয়তা ছিল।

ব্যবসা পরিচালনায় দুর্নীতি, আমলাদের অদক্ষতা, বিদেশি মুদ্রার বিনিময় হারের অস্থিতিশীলতা, মূল্যস্ফীতিসহ ১৭ ধরনের সমস্যার কথা তুলে ধরেন জরিপে অংশ নেয়া ব্যবসায়ীরা।

Share Now

এই বিভাগের আরও খবর