জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় প্রথমবর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু

আপডেট: November 20, 2024 |
inbound3947578086243593044
print news

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ওই ছাত্রীর নাম আফসানা করিম রাচি। এ ঘটনার পর ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী আফসানা রাচি বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বেগম খালেদা জিয়া হলে থাকতেন। তার নিজ বাড়ি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় অবস্থিত। তার পিতার নাম মো. রেজাউল করিম।

শিক্ষার্থীরা জানায়, সন্ধ্যায় এক বান্ধবীর সঙ্গে ক্যাম্পাসে হাঁটতে বের হয়েছিলেন রাচি। এ সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

এতে রাচি ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে লেগে গুরুতর আঘাত পান। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে সেন্টারে নিলে চিকিৎসকরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. শামসুর রহমান বলেন, আফসানাকে গুরুতর আহত অবস্থায় আমাদের মেডিকেলে আনা হয়। তার অবস্থার অবনতি দেখে আমরা এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিই।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি অফিসার ইউসুফ মিয়া বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এক নারী শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তবে আনার আগেই সে মারা যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, আমি এ মুহূর্তে সাভারের এনাম মেডিকেলে আসছি। ডাক্তারের কাছ থেকে বিস্তারিত জেনে তারপর মৃত্যুর বিষয়টি বলতে পারবো।

তবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মার্কেটিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আরিফুল হক বলেন, আমরা তার মৃত্যুর বিষয়টি হাসপাতালে এসে নিশ্চিত হয়েছি। তার মৃত্যুর সময়সহ বিস্তারিত ব্যাপারে মেডিকেল রিপোর্ট হাতে পেলে জানাতে পারবো।

এদিকে, আফসানার মৃত্যুর ঘটনা তদন্ত সাপেক্ষে জড়িত রিকশা চালকের শাস্তির পাশাপাশি ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাত পৌনে ৯টার দিকে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Share Now

এই বিভাগের আরও খবর