কাওরানবাজার থেকে সাংবাদিক মুন্নি সাহা গ্রেফতার!

আপডেট: November 30, 2024 |
dsds 2
print news

রাজধানীর কারওয়ান বাজারে জনতার হাতে আটক হয়েছেন সিনিয়র সাংবাদিক মুন্নি সাহা। শনিবার রাত সাড়ে নয়টার দিকে তাকে আটকের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন সাংবাদিক কে তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জনতা ওই নারী সাংবাদিককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা দেখছি তার নামে কোনো মামলা আছে কি-না। মামলা না থাকলে তাকে ছেড়ে দিবো, আর মামলা থাকলে আমরা আদালতে উপস্থাপন করব।’

মুন্নি সাহা একসময় বেসরকারি টেলিভিশন চ্যানেলের সিনিয়র সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে সেখান থেকে তার চাকরি যায়। এরপর নিজেই এক টাকার খবর নামে একটি গণমাধ্যম চালু করেন।

 

Share Now

এই বিভাগের আরও খবর