বগুড়া বার সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের বিজয়

আপডেট: December 1, 2024 |
inbound4511977578646008510
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা এ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে ১৩ পদের সবগুলোতেই জাতীয়বাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা-রফিক প্যানেলের প্রার্থীরা বিজয় লাভ করেছেন।

২৯ নভেম্বর (শুক্রবার) দিনভর ভোট গ্রহণ শেষে রাত সোয়া ১২ টায় দিকে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদের জন্য অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এ্যাডভোকেট জহুরুল হক জাফর।

এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী নির্বাচনে কোনোপ্রার্থী না দিলেও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

অপরদিকে জামায়াত পূর্ণ প্যানেলে এবং জাসদ সমর্থিত আইনজীবীরা আংশিক প্যানেলে পৃথকভাবে নির্বাচনে অংশ নেন।

প্রাপ্ত ভোটের ফলাফলে জানা যায়, ৪৪০ ভোট পেয়ে সভাপতি পদে পূনঃনির্বাচ হয়েছেন জাতীয়বাদী আইনজীবী প্যানেলের এড্যাভোকেট আতাউর রহমান মুক্তা।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সমর্থিত ফোরাম ল’ইয়ার্স কাউন্সিল এর এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন পেয়েছেন ১৫৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয়বাদী আইনজীবী প্যানেলের এ্যাডভোকেট রফিকুল ইসলাম (১)।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির মনোনীত প্রার্থী আব্দুল লতিফ পশরি ববি তিনি পেয়েছেন ৩২৯ ভোট।

অন্যান্য বিজয়ীরা হলেন-
সহ-সভাপতি পদে যথাক্রমে এ্যাডভোকেট আতিকুল মাহবুব সালাম, শফি আহম্মেদ মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে যথাক্রমে- আব্দুল মতিন মন্ডল, এসএম নুরুজ্জামান মেহবুর।লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক পদে জাকারিয়া সরকার ফেরদৌস, ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস আব্দুল্লাহ-হীল বাকী লিপন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- আশবুদ জামান আশিব,মিউটন খন্দকার, মিন্টু কুমার সরকার, মোস্তফা শাকিল ও মৌসুমী আক্তার।

এবারের নির্বাচনে ১৩টি পদে বিএনপি, আওয়ামীলীগ, জামায়াত ও জাসদসহ মোট ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

Share Now

এই বিভাগের আরও খবর