বগুড়ায় যুবলীগ নেতা লাখিন গ্রেফতার

আপডেট: December 1, 2024 |
inbound8833725487396924304
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় যুবলীগ নেতা ও বাংলাদেশ হিউম্যান রাইটস এর সভাপতি ইঞ্জিনিয়ার খায়রুল আলম লাখিনকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ।

৩০ নভেম্বর (শনিবার) বগুড়া জেলা শহরের লতিফপুর কলোনীর বেলজিয়াম মাঠ এলাকার নিজ বাসা থেকে খায়রুল আলম লাখিনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন।

গ্রেফতারকৃত খায়রুল আলম লিখন বগুড়া জেলা যুবলীগের এক সক্রিয় নেতা। এছাড়াও তিনি বাংলাদেশ হিউম্যান রাইটস এর সভাপতি এবং লয়ন ক্লাবের সঙ্গে জড়িত।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খায়রুল আলম লাখিনকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এছাড়া লাখিনের নামে কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর