বগুড়ার শিবগঞ্জে আলহেরা মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আপডেট: December 1, 2024 |
inbound7803662078689226454
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে আমতলী আলহেরা মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।

৩০ নভেম্বর (শনিবার) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন শিবগঞ্জ সদর ইউনিয়নের আমতলীতে আলহেরা মডেল মাদ্রাসা শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মাদ্রাসার শুভ উদ্বোধন করেন জামিল মাদ্রাসা বগুড়ার সহকারী পরিচালক আলহাজ্ব হাফেজ মাওঃ মুফতি আতাউল্লাহ নিজামী।

inbound5981722905468718521

অনুষ্ঠিত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অফ দা হলি কুরআনের প্রিন্সিপাল শায়েখ মোস্তফা আল মাদানী, বাংলাদেশ বেতারের ধর্মীয় আলোচক মুফতি মাকসুদ আল মাসউদ (আযমী)।

এসময় উপস্থিত ছিলেন আমতলী মডেল স্কুলের পরিচালক মীর মহররম আলী, প্রধান শিক্ষক আলমগীর হোসাইন, হাফেজ মাওঃ মুফতি মোস্তফা কামাল, হাফেজ মাওঃ শোয়াইব আহমদসহ প্রমূখ।

Share Now

এই বিভাগের আরও খবর