সাবেক সচিব শাহ কামাল রিমান্ডে

আপডেট: December 9, 2024 |
inbound2548908443288584042
print news

রাজধানীর পল্টন মডেল থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ ডিসেম্বর) শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সেফাতুল্লাহ।

এদিন তাকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির এসআই ফেরদৌস আলম। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে রিমান্ড মঞ্জুরের জন্য শুনানি করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেন।

গত ১৬ অগাস্ট শাহ কামালের মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে প্রায় ৩ কোটি ১ লাখ টাকা এবং ১০ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছিল। পরদিন রাতে মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে ১৯৪৭ সনের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ২৩(১) ধারায় মোহাম্মদপুর থানায় মামলা করেন এসআই সহিদুল ইসলাম মাসুম। এরপর ১৮ অগাস্ট শাহ কামালকে ৫ দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

শাহ কামাল ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সচিব ও পরে জ্যেষ্ঠ সচিব হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ে কাজ করেছেন। ২০২০ সালের ২৯ জুন সরকারি চাকরি থেকে তিনি অবসর গ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর