জাবিতে শুরু জাতীয় বিতর্ক উৎসব ২০২৪


জাবি প্রতিনিধি: ‘’মহীরুহ এলে নতজানু হয় ঝড়ও’’,—স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে ৫দিন ব্যাপী শুরু হয়েছে জাতীয় বিতর্ক উৎসব-২০২৪।
মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর) বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে জাতীয় বিতর্ক উৎসব শুরু করেন জেইউডিও । বিতর্ক চলবে ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি।
এইসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম, ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক আহমেদ রেজা এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।
এছাড়াও বুধবার অনুষ্ঠিত হবে “১৩ তম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা”। বৃহস্পতিবার “১৩ তম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, শুক্রবার “১৯ তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা” এবং শনিবার “পুরস্কার বিতরণী ও সমাপনী পর্ব” অনুষ্ঠিত হবে।
এবারের ‘জাতীয় বিতর্ক উৎসব ২০২৪’ এর স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক ফাতিমা তুজ জোহরা, কলেজ পর্যায়ের যুগ্ম আহ্বায়ক সাদমান অলীভ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক মির্জা সাকি ও আয়োজনের আহ্বায়ক হিসেবে আছেন জেইউডিও’র সভাপতি তাপসী দে প্রাপ্তি।
এবারের উৎসবে টাইটেল স্পন্সর হিসেবে থাকছেন, “ডুডলস, পাওয়ার্ড বাই মোস্তফা ডোরস, হায়ার স্টাডি পার্টনার হিসেবে থাকছে সেফালন কনসালটেন্সি, ফুড পার্টনার হিসেবে থাকছে ক্যাফে মেট্রো, গিফট পার্টনার হিসেবে ইউএস বাংলা এয়ারলাইন্স, হসপিটালিটি পার্টনার ফুর্তি ট্যুরিজম, লজিস্টিক্স পার্টনার বিকন ফার্মাসিউটিক্যালস, স্ন্যাক্স পার্টনার ম্যাগি, টিশার্ট পার্টনার স্মার্ট ল্যাপটপ, এন্টারটেইনমেন্ট পার্টনার স্টার সিনেপ্লেক্স”।
এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন, “যমুনা টিভি, দৈনিক ইত্তেফাক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড/ফিনান্সিয়াল এক্সপ্রেস, রেডিও স্বাধীন এবং রেডিও ৯১.৬ এফএম”।