বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি

আপডেট: January 4, 2025 |
inbound1353858855688223418
print news

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ জানুয়ারির মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জোর দাবি জানিয়েছেন।

আজ (০৪ জানুয়ারি) শনিবার সংবাদ সম্মেলনে তারা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র সংসদ নির্বাচনকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন।

শিক্ষার্থীদের দাবি, নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত হবে, যা শিক্ষার পরিবেশ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে তারা জুলাই-আগস্টে শিক্ষার্থীদের ওপর হওয়া হামলাগুলোর সুষ্ঠু বিচার দাবি করেন।

এছাড়া, ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, “ছাত্র সংসদ নির্বাচন না হলে শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষিত থাকবে। এটি শুধু আমাদের অধিকারই নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির জন্যও প্রয়োজন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীরা তাদের দাবিগুলোর বাস্তবায়নে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর