বগুড়ায় স্কুলবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, শিক্ষার্থীসহ আহত ২০

আপডেট: January 6, 2025 |
inbound2331934038472195901
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সামিট স্কুল এন্ড কলেজের স্কুলবাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়ে ১৬ শিক্ষার‍্যথী আহত হয়েছে।

০৫ জানুয়ারি (রোববার) সকাল সাড়ে ১১ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় সামিট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্হানীয়রা জানায়,স্কুলের বাসটি শহরের বিভিন্নস্হান থেকে শিক্ষার্থী নিয়ে স্কুলের ভেতরে প্রবেশ করছিল।

এ সময় একই দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাক যাহার নম্বর(ঢাকা-মে-উ-১৪-৩৩৫৪) স্কুল বাসটিকে ধাক্কা দেয়। এতে স্কুলবাসটির মধ্যে থাকা ১৬জন শিক্ষার্থীসহ চালক ও হেলপার এবং শিক্ষার্থীর অভিভাবকসহ মোট ২০জন আহত হয়।

আহতরা হলেন-৯ম শ্রেণীর অতৈ,আলো খাতুন ও তার মা,প্রমিত,৮ম শ্রেণীর সজিব,দোয়া খাতুন, খাদিজা খাতুন,কুলছুম আক্তার,৭ম শ্রেণীর অনিক হোসেন,শিশির, সিয়াম হোসেন,৬ষ্ঠ শ্রেণীর জান্নতী আক্তার, সামিয়া আক্তার, তমালিকা, নুসরাত আক্তার, মৌ আক্তার এবং গাড়ীর হেলপার।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের ডিফেন্স নুরুল ইসলাম জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর