শিবগঞ্জে জেড ফোর্স ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুভ উদ্বোধন

আপডেট: January 9, 2025 |
inbound141097323570176131
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জেড ফোর্স ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

০৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ৩টার দিকে এসো দেশের কথা বলি বগুড়ার শিবগঞ্জ উপজেলার আয়োজনে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহ আলম।

উদ্বোধনী খেলায় ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি বনাম উপজেলা ছাত্রদল অংশগ্রহণ করে। উপজেলা ছাত্রদল ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপিকে ১-০ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে।

inbound6125777821264061372

এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও ময়দানহাট্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম মানিক,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম,সাবেক পৌর কাউন্সিলর এস এম তাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ সাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুদ রানা মাসুম,সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন৷ শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়ারেছ আকন্দ ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নয়ন মন্ডল। এছাড়াও উক্ত উদ্বোধনী খেলায় উপস্থিতি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর