শিবগঞ্জে তারুণ্যের উৎস উপলক্ষে র্যালী ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যে উৎসব ও বিজ্ঞান মেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
০৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশে গড়ার লক্ষে উপজেলা পরিষদ চত্বরে পিঠা উৎসব, বিজ্ঞান মেলার ২০টি ষ্টল নির্মাণ করা হয়।
উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী পৌর শহর প্রদক্ষিণ শেষে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী। পরে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।