বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হল সিট বণ্টন নিয়ে সংঘর্ষ, ৪ শিক্ষার্থী আহত

আপডেট: January 9, 2025 |
you
print news

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধু হলে সিট বণ্টন নিয়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগ ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিবকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতর ও পুলিশ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু হলে সিট বণ্টন নিয়ে ইতিহাস বিভাগের শরিফুল ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের এক শিক্ষার্থীর মধ্যে বাগবিতণ্ডার জেরে এ সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষ লাঠি ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

ঘটনার সময় ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেন, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা তাদের ওপর হামলা চালিয়েছে। পাল্টা অভিযোগ করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। উত্তেজনা চরমে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমানের নেতৃত্বে প্রক্টরিয়াল বডি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে কোনো পক্ষই এখনো শান্ত হয়নি। এদিকে, বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ জানিয়েছেন, দুই পক্ষের অনড় অবস্থানের কারণে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

প্রসঙ্গত, এ সংঘর্ষে আহত সাকিবকে তার সহপাঠীরা উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত ছিল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Share Now

এই বিভাগের আরও খবর