বগুড়ায় বিমানবন্দর চালু নিয়ে যা বললেন বিমানবাহিনী প্রধান

আপডেট: January 12, 2025 |
inbound3509671782903735635
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান বলেছেন, বগুড়ায় এয়ারপোর্ট (বিমানবন্দর)চালু করতে হলে প্রয়োজন সর্বনিম্ন ৬ হাজার ফুট রানওয়ে তবে এখন রয়েছে ৪৭০০ ফুট। এটি চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে।

১২ জানুয়ারি (রোববার) সকালে বগুড়ায় বিমানবন্দর( এয়ারপোর্ট) এলাকা পরিদর্শনে আসেন বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান।

পরিদর্শন শেষে তিনি বলেন, বগুড়ায় বিমানবন্দর নিয়ে আগের সরকারকে একাধিকবার প্রস্তাব দিলেও তারা কোনো গুরুত্ব দেয়নি।

আমরা নতুন করে সরকারকে প্রস্তাব দিব। বাজেট পেলেও স্বল্প পরিসরে চালু করতে কমপক্ষে এক বছর সময় লাগবে।

তিনি আরও বলেন, এ এয়ারপোর্ট চালু করতে হলে প্রয়োজন সর্বনিম্ন ৬ হাজার ফুট রানওয়ের প্রয়োজন,বর্তমানে এখানে আছে ৪৭০০ফুট।

এটি চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে।দেশের নবম বিমানবন্দর হিসাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর