আমার জন্যই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হলো: ট্রাম্প

আপডেট: January 16, 2025 |
inbound4947959227541819232
print news

গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তার জন্যই ঐতিহাসিক এ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল ও হামাস।

বুধবার (১৫ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘গত নির্বাচনে জয় বিশ্বকে সংকেত দিয়েছে যে তার প্রশাসন শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবে এবং সব আমেরিকান ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। এই খবরে তিনি আনন্দিত যে আমেরিকান ও ইসরায়েলি জিম্মিরা বাড়ি ফিরতে পারবে।’

ট্রাম্প তার মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হিসেবে স্টিভ উইটকফের নাম উল্লেখ করে বলেন, ‘স্টিভ ও জাতীয় নিরাপত্তা দল ইসরায়েল ও আমাদের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।

তার দল শক্তির মাধ্যমে শান্তি প্রচারের কাজ পুরো অঞ্চলে চালিয়ে যাবে এবং আব্রাহাম চুক্তির গতি কাজে লাগিয়ে আরও অগ্রগতি সাধন করবে। এটি আমেরিকার জন্য এবং প্রকৃতপক্ষে পুরো বিশ্বের জন্য মহান কিছু অর্জনের সূচনা মাত্র।’

গাজায় ১৫ মাস ধরে চলতে থাকা যুদ্ধ বন্ধে হামাস ও ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছেছে। বিবিসিকে এ তথ্য জানিয়েছে কয়েকটি সূত্র। কয়েক মাস আলোচনা শেষে দুই পক্ষের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর খবর সামনে এলো।

এ আলোচনায় প্রধান মধ্যস্থতাকারীদের অন্যতম ছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। বিবিসির গাজা প্রতিনিধি রুশদি আবু আলোফ বলেন, চুক্তিটি গাজার কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষের ঘরে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করবে।

Share Now

এই বিভাগের আরও খবর