হামাসের কাছে পরাজয় স্বীকার করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: January 20, 2025 |
inbound4639885589133811450
print news

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে তাদের পরাজয় এবং গাজায় বন্দিদের মুক্তি দিতে অক্ষমতার কথাও স্বীকার করেছেন।

ইসরাইলি টিভি চ্যানেল-১২-এর উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানায়, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর তার এক বক্তৃতায় স্বীকার করেছেন: যদিও বন্দিদের ব্যাপারে আমাদের দায়িত্ব অত্যন্ত ভারী, তবু কয়েক মাস ধরে আমরা একজন বন্দিকেও জীবিত ফেরত আনতে পারি নি।

সেইসঙ্গে আমরা হামাস আন্দোলনের সাথে যুদ্ধের কোনো লক্ষ্যও অর্জন করতে পারিনি।

ইসরাইলি শিক্ষামন্ত্রী ইয়াভ কিশও গাজায় যুদ্ধবিরতি চুক্তির কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন, হামাসের সাথে চুক্তির জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে।

এ প্রসঙ্গে ইসরাইলি নৌবাহিনীর সাবেক কমান্ডার ইয়েদিদিয়া ইয়াঅরি আরও বলেছেন, গাজায় বিজয় আমাদের জন্য পরিপূর্ণ পরাজয়ে পরিণত হয়েছে।

ইয়াঅরি আরও বলেন, গাজা যুদ্ধ শেষ হবে, কিন্তু হেগের গল্পসহ ইসরাইলের অভ্যন্তরে রাজনৈতিক ও বিচারিক সুনামির পালা শুরু হবে। ওই সুনামি শেষ পর্যন্ত একটি বিপর্যয়ে পরিণত হতে পারে।

গত বুধবার (১৫ জানুয়ারী) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছে।

ওই ঘোষণায় বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি রোববার (১৯ জানুয়ারি) থেকে বাস্তবায়িত শুরু হয় এবং ওই চুক্তির ভিত্তিতে হামাস ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে বেশ কয়েক ধাপে ৩৩ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে।

চুক্তির গুরুত্বপূর্ণ দিকটি হলো ইহুদিবাদী ইসরাইলকে গাজা উপত্যকা থেকে সরে যেতে হবে।

সূত্র: পার্সটুডে

Share Now

এই বিভাগের আরও খবর