সংস্কৃতি-উদ্ভাবনের ব্যতিক্রমী আয়োজনে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়

আপডেট: January 24, 2025 |
fdfdfd
print news

মেলার উদ্বোধন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভিসি প্রফেসর শামীম আরা হাসান। তার সঙ্গে ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক শিক্ষার্থী ও অতিথি।

মেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতার ছাপ স্পষ্ট। স্টলগুলোতে ছিল বিভিন্ন ধরনের পিঠা, খাবার আইটেম, মেহেদি স্টল, এবং পোশাকের প্রদর্শনী। প্রতিটি স্টল একান্তভাবে তরুণদের উচ্ছ্বাস, উদ্ভাবনী শক্তি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিচ্ছবি। মেলাটি শুধুমাত্র প্রদর্শনী নয়, এটি একটি উৎসব যেখানে তরুণরা তাদের নতুন চিন্তা, নান্দনিকতা এবং দক্ষতাকে তুলে ধরে।

সোনারগাঁও ইউনিভার্সিটির প্রফেসর আল আমিন মোল্লা বলেন,”তরুণদের এই ধরনের উদ্যোগ তাদের সৃজনশীলতা এবং সম্ভাবনাকে নতুন মাত্রা দেবে। তরুণ্য মেলা ২০২৫ এক অনন্য উৎসবে পরিণত হয়েছে যা ভবিষ্যতে তাদের আরও ভালো কিছু করার প্রেরণা যোগাবে।” শিক্ষার্থীদের জন্য এ ধরনের মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি তাদের নিজেদেরকে প্রকাশ করার সুযোগ করে দেয় এবং সাংস্কৃতিকভাবে নিজেদের সমৃদ্ধ করে। পিঠা খাওয়ার অভিজ্ঞতা নিয়েও সবাই খুবই আনন্দিত। নানান স্বাদের পিঠা সকলেই উপভোগ করেছেন।

ব্যবসায়ী বিভাগের স্টল “ট্রাস্টেড হ্যান্ড” ব্যবসায়ী বিভাগের শিক্ষার্থী, প্রিয়াংশু সরকার জানান, “আমাদের স্টলের নাম ‘ট্রাস্টেড হ্যান্ড’, যেখানে আমরা হ্যান্ড পেইন্ট করা পণ্যগুলো দেখাচ্ছি। আমাদের সব পণ্য নিজ হাতে আর্ট করা। হ্যান্ড প্রিন্ট, পাঞ্জাবি, শাড়ি সবই একে অন্যের থেকে ব্যতিক্রম। ক্রেতাদের মধ্যে প্রচুর সাড়া পেয়েছি।”

আইন বিভাগের শিক্ষার্থী কাজি আবু বকর জনি বলেন, “তরুণ্য মেলা উৎসবটি অসাধারণ। ডিপার্টমেন্টের সবাই তাদের সৃজনশীলতা তুলে ধরার চেষ্টা করছে। এখানে সবাই সাফল্যের সাথে কাজ করছে, খাবার, পোশাক এবং অন্যান্য একান্তই ইউনিক ও সুন্দর। আরো বলেন মেলা শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, বরং এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ। মেহেদি, হস্তশিল্প এবং হস্তনির্মিত অন্যান্য জিনিসগুলি আমাদের দেশের ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত।

তরুণ্য মেলা ২০২৫ একটি অসাধারণ আয়োজন যা তরুণদের উদ্ভাবনী শক্তি, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ তুলে ধরেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতাকে বিকশিত করতে এবং একটি সমৃদ্ধ সংস্কৃতি তৈরিতে ভূমিকা রাখবে।

Share Now

এই বিভাগের আরও খবর