কেবল তো শুরু , সারা জীবনই ছ্যাঁকা দেব : পরীমণি

আপডেট: February 19, 2025 |
boishakhinews 25
print news

ঢাকাই সিনেমার বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তি জীবনে তার প্রেম-বিয়ে নিয়ে মাঝে মধ্যেই গুঞ্জন শোনা যায়। সম্প্রতি তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে তার প্রেমের খবর রটে। তাদের একসঙ্গে ঘোরাঘুরি করতেও দেখা গেছে। ইদানীং পরীমণি তার ফেসবুক পেজে শেখ সাদীর গাওয়া গানও শেয়ার করছেন।

গত ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে শেখ সাদীর গাওয়া নতুন গান ‘মনে নাই দয়া’। গানটি পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে এক শব্দের একটি ক্যাপশন দিয়েছেন এই অভিনেত্রী।

গান নিয়ে পরীমণির সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন, “এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকাটা’ না দিলেও হতো, পরী।” এমন মন্তব্যে পরীমণিও চুপ থাকেননি। কিছুক্ষণ পরই উত্তরে এ অভিনেত্রী লেখেন, “কেবল তো শুরু। সারাজীবনই দেব।” পরীমণির উত্তরে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

পরীমণির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন শেখ সাদী। এমন ইমোজিতে সন্তুষ্ট হননি পরীমণি, তা মন্তব্যে বোঝা গেছে। পাল্টা মন্তব্যে তিনি লিখেছেন, “লাল লাগবে আমার।”

Share Now

এই বিভাগের আরও খবর