আইসিসির টুর্নামেন্টে নাহিদ রানা ইন

আপডেট: February 24, 2025 |
boishakhinews 49
print news

মাহমুদউল্লাহ ফিরলে টপ অর্ডারের কাউকে জায়গা ছাড়তে হতো। টিম ম্যানেজমেন্ট সেটিই করেছে। ভারতের বিপক্ষে ব্যর্থ হওয়ায় দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। আইসিসির কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন নাহিদ রানা। টাইগার স্পিডস্টার ফেরায় জায়গা হারিয়েছেন পেসার তানজিম সাকিব।

গত বছর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের পিন্ডি চটকিয়েছেন নাহিদ। অভিষেক হয় সে বছরের মার্চে, সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে। তবে বাংলাদেশের ফাস্ট বোলারকে ক্রিকেট-বিশ্ব চিনেছে আগস্ট-সেপ্টেম্বরের পাকিস্তান সফরেই। সাদা পোশাকের দুর্দান্ত পেসার এখন পর্যন্ত পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেছে তিনটি।

আজ আইসিসির কোনো ইভেন্টে খেলতে নামছেন নাহিদ। ওয়ানডেতে তিন ম্যাচে ৩১.৫০ গড়ে তিন উইকেট নিয়েছেন টাইগার পেসার। টেস্টে ৬ ম্যাচে তার শিকার ২০ উইকেট। আর অপেক্ষায় আছেন টি-টোয়েন্টিতে অভিষেকের।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচে ‘টিম কম্বিনেশনের কারণে’ খেলতে পারেননি নাহিদ। টিম ম্যানেজমেন্টের মনে হয়েছিল, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটে গতির চেয়ে কাটার বা স্লোয়ার—জাতীয় বল বেশি কার্যকর হবে। তবে রাওয়ালপিন্ডির রানপ্রসবা উইকেটে নাহিদের বল বাংলাদেশকে সুবিধা এনে দেবে বলে বিশ্বাস দলের। ট্রফির মিশনে টিকে থাকার লড়াইয়ে নাহিদের জ্বলে ওঠা খুব প্রয়োজন।

Share Now

এই বিভাগের আরও খবর