বেরোবিতে নীলফামারী জেলা সমিতির নেতৃত্বে নতুন অধ্যায়

আপডেট: March 5, 2025 |
inbound4390613856097833281
print news

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর নীলফামারী জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

গত ২৪ ফেব্রুয়ারি নীলফামারী জেলা ছাত্র কল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচকে বরণ করে নেয় এবং নবীনদের জন্য এক মনোজ্ঞ নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করে। এতে সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খোকন ইসলাম, আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিবুর রহমান মিতু। সহঃসভাপতিঃ পঙ্কজ সিংহ রায়,ফরিদুল,বাদল ইসলাম,আরাফাত ইসলাম ,সোহাগ হোসেন শান্ত,আনোয়ার হোসেন,রায়হান ইবনে হামিদ,আরফিন ইসলাম।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আয়াশ, রফিক হাসান, আবিদা নাজনিন কনা, রুম্পা, আশরাফুল ইসলাম নাইম, রাকিব হাসান এবং খাতুনে জান্নাত রিদা। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন নবিউল ইসলাম জিসান (সাংগঠনিক সম্পাদক), মাহাফুজ আলম অনি (অর্থ সম্পাদক), সুমন হাসান (ক্রীড়া সম্পাদক), নাইম (দপ্তর সম্পাদক), আল-আমিন (প্রচার সম্পাদক), তরিকুল ইসলাম তাজ (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), নাফিসা খুশি (শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক), সাইদুল ইসলাম (সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক), জিসান (ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক), শুভদ্রা ও মো. আব্দুর রহমান (ধর্ম বিষয়ক সম্পাদক), মুশতারী বিনতে মাসুদ (ছাত্রী কল্যাণ সম্পাদক), রেজাউল (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক) এবং আরও অনেকে।

এবারের কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা। সহকারী অধ্যাপক ইউসুফ শিকদার (ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ), সহকারী অধ্যাপক রহমতুল্লাহ রহমত (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ), সহকারী অধ্যাপক এবিএম নুরুল্লাহ (সমাজবিজ্ঞান বিভাগ), প্রভাষক তৌহিদুল ইসলাম বারী (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ) এবং সহযোগী অধ্যাপক এল এম আজহারুল ইসলাম দুলাল (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বেগম রোকেয়া কলেজ) এ সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

নবনির্বাচিত সভাপতি খোকন ইসলাম বলেন,
“নীলফামারী জেলা ছাত্র কল্যাণ সমিতিকে আরও শক্তিশালী করতে আমরা নিয়মিত পাঠচক্র, স্কিল ডেভেলপমেন্ট, ওয়ার্কশপ এবং খেলাধুলার আয়োজন করবো।

পাশাপাশি, শিক্ষার্থীদের জন্য একটি উপবৃত্তি চালুর পরিকল্পনা রয়েছে, যাতে নীলফামারীর শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহিত হয়।”

সাধারণ সম্পাদক মনিবুর রহমান মিতু বলেন,
“আমাদের সংগঠন শুধু ক্যাম্পাসভিত্তিক থাকবে না, আমরা চাই এটি বাস্তব জীবনেও শিক্ষার্থীদের সহায়তা করুক।

আমরা অ্যালুমনাই এসোসিয়েশন গঠনের মাধ্যমে সিনিয়র-জুনিয়রদের মধ্যে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তুলবো।”

নীলফামারী জেলা ছাত্র কল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয়ের অন্যতম পুরনো ও জনপ্রিয় সংগঠন।

নতুন কমিটির নেতৃত্বে এটি আরও সুসংগঠিতভাবে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা।

Share Now

এই বিভাগের আরও খবর