জাবিতে ইফসা’র ইফতার সামগ্রী বিতরণ

আপডেট: March 15, 2025 |
inbound3102712761414741773
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাশ্ববর্তী এলাকার ৪২টি সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের পরিবারের মাঝে এক সপ্তাহের ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘ইয়ুথ ফর সোশ্যাল এইড’ (ইফসা)।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা, বিশ্ববিদ্যালয়ের দোকানদার, আবাসিক হলের কর্মচারী, দিনমজুর, রিকশাচালক ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।

এ আয়োজনে মোট ৪২টি পরিবারের মাঝে এক সপ্তাহের জন্য খেজুর, তেল, ডাল, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ইফসা’র কেন্দ্রীয় সভাপতি জিহাদ দিদার বলেন, “আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আপনাদের জন্য কিছু করতে।

আমাদের ইচ্ছে থাকলেও আমরা সব গরীব ও দুস্থ মানুষের কাছে পৌঁছাতে পারিনি। কিন্তু আমরা কাউকে ফিরিয়ে দেইনি। সকলের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।”

বর্তমান সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, “আমাদের টিম কঠোর পরিশ্রম করেছে আপনাদের জন্য। আমরা আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের কিছু দেওয়ার। যারা বিভিন্নভাবে আমাদের সাহায্য – সহযোগিতা করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।”

বর্তমান সাধারণ সম্পাদক সাদমান হক বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘ইয়ুথ ফর সোশ্যাল এইড’ সবসময়ই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে।

এই ইফতার বিতরণ কার্যক্রম তারই একটি অংশ। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। আমাদের জন্য দোয়া করবেন।”

ইফতার সামগ্রী পেয়ে সুবিধাভোগীরা অত্যন্ত খুশি হন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইফতার সামগ্রী বিতরণের সময় সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর