ফের নিষিদ্ধ জুয়ার বিতর্কে জড়ালেন সাকিব, চলছে বিতর্ক

আপডেট: March 23, 2025 |
inbound6300904886932008520
print news

সাকিব আল হাসান এবং বিতর্ক যেন একে অপরের সঙ্গী। একই সমান্তরালে এই দুই শব্দ চলছে বেশ অনেকটা দিন ধরেই। কদিন আগেও খবরের শিরোনাম হয়েছিলেন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে।

এরপর গত ২০ মার্চ সেখান থেকে মেলে মুক্তি। কিন্তু এরপরেই ফের সাকিব জন্ম দিলেন নতুন বিতর্কে। দেশের আইনে যেকোনো জুয়া বা অনলাইন বেটিং নিষিদ্ধ থাকলেও এবার সাকিব যুক্ত হলেন তেমনই এক প্রতিষ্ঠানের সঙ্গে।

 

এবার অবশ্য পবিত্র রমজানের মাসেই জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে খানিকটা রোষের মুখে সাকিব। আজ বাংলাদেশে ইফতারের সময়ের ঠিক আগে ‘ওয়ান-এক্সবেট’ নামে পরিচিত এই জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের ফেসবুক পেইজে শেয়ার দেওয়া হয়।

সাকিবের সঙ্গে জুয়ার সম্পৃক্ততা বেশ পুরাতন। বছর দুয়েক আগে বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’ নামের একটি পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছিলেন সাকিব। সেবারেও বেশ বিতর্কের মুখে পড়েছিলেন এই অলরাউন্ডার। তখন তিনি ছিলেন জাতীয় দলেরই ক্রিকেটার। এর আগে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করে ক্রিকেট থেকেই নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

তবে এবারের গল্পটা কিছুটা ব্যতিক্রম। ছাত্র-জনতার জুলাই বিপ্লবের পর থেকে সাকিবের দেশে আর আসা হয়নি। তার নামে হয়েছে হত্যামামলা। চেক প্রতারণার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে আছে গ্রেপ্তারি পরোয়ানা।

সাকিব এখন বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ নন। টেস্ট ফরম্যাট থেকে দেশের মাটি থেকে বিদায় নিতে চেয়েও পারেননি। বাংলাদেশে না থাকার কারণে তার এমন এক বিজ্ঞাপনে কাজ করতে বাধা নেই। কিন্তু বাংলাদেশের বিদ্যমান আইনে প্রকাশ্যে জুয়া-সম্পর্কিত যেকোনো কার্যক্রম নিষিদ্ধ। যে কারণে স্বাভাবিকভাবেই চলছে নানামুখী বিতর্ক।

Share Now

এই বিভাগের আরও খবর