রাশমিকা অভিনয় জানেন না, চেহারা দিয়েই সব করছেন

আপডেট: March 28, 2025 |
inbound5541671724191048781
print news

বক্স অফিসে সাফল্যের ভিত্তিতে দীপিকা পাড়ুকোনকে টেক্কা দিতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার অভিনীত পাঁচটি ছবিই সুপারহিট। কিন্তু তারপরও নায়িকাকে নিয়ে নানা প্রশ্ন দর্শকের। এ প্রসঙ্গে এক চলচ্চিত্রপ্রেমী বলেছেন, ‘ছবিতে রাশমিকার আলাদা করে কোনো প্রভাব থাকে না। তার অনেকগুলো হিট ছবি রয়েছে ঠিকই।

কিন্তু তাকে আলাদা করে কেউ মনে রাখবে না। আবার তার অভিনীত চরিত্রগুলোও তেমন শক্তিশালী নয়। এ জন্য কারও প্রিয় অভিনেত্রী হয়ে উঠতে পারবেন না রাশমিকা।’ রেডিটেও রাশমিকার অভিনয় নিয়ে কাটাছেঁড়া হয়েছে। বিশেষ করে রাশমিকার সংলাপ বলার ধরন নিয়ে আপত্তি রয়েছে নেটিজেনদের। একজনের কথায়, ‘সংলাপ বলার ধরনের দিকে রাশমিকার মন দেওয়া উচিত। হয়তো চেষ্টা করলে পারবেন।’

আরেক সমালোচকের কথায়, ‘শুধুমাত্র সৌন্দর্য ও সৌভাগ্যের জন্য এগিয়ে যাচ্ছে রাশমিকা।’ তবে রাশমিকার অনুরাগীরা এসব দাবি মানতে নারাজ। তাদের কথায়, ‘ক্যারিয়ারের শুরুর দিকেই সাফল্য পেয়েছেন রাশমিকা। এখনও অনেক সময় রয়েছে। অভিনয়েও তিনি সকলকে চমকে দেবেন।’

উল্লেখ্য, দক্ষিণী বিনোদন দুনিয়ায় আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাশমিকা। ২০২১-এ ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে অভিনয়ের পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। তারপরে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিম্যাল’ ছবিতে নজর কাড়েন অভিনেত্রী।

২০২৪-এর শেষে ‘পুষ্পা ২’-এর মতো সফল ছবিতে দেখা যায় তাকে। চলতি বছরে ভিকি কৌশলের সঙ্গে ‘ছাবা০০’ ছবিতেও তিনি রয়েছেন। সব ছবিই বক্স অফিসে রীতিমতো আলোড়ন ফেলেছে। দিন কয়েকের মধ্যেই সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’ ছবিতে দেখা যাবে তাকে।

Share Now

এই বিভাগের আরও খবর