গাজীপুর  মোটরসাইকেল দুর্ঘটনায় মেয়ে নিহত, বাবা আহত

আপডেট: April 5, 2025 |
inbound6179463198770101171
print news

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি তেলের পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের মধুপুর থেকে বাবা ও মেয়ে মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ১৬ বছরের মেয়ে নিহত হন, বাবা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত বাবাকে উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যান। নিহত কিশোরীর মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) জুবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে নিহত কন্যার পরিচয় নিশ্চিত করা যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর