বগুড়ায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

আপডেট: April 7, 2025 |
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা শহরের জলেশ্বরীতলা এলাকার জেলখানা মোড়ে দুই সাংবাদিকসহ তিনজনের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনার মূল অভিযুক্ত রাকিবুল ইসলাম রাকিবসহ ৬জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ।

রোববার (৬ এপ্রিল) রাত পৌণে ১২ টার দিকে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-বগুড়ার গন্ডগ্রাম এলাকার আব্দুল মতিন এর ছেলে রাকিবুল ইসলাম রাকিব(২২),একই উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়া এলাকার মোঃ বেলাল হোসেনের ছেলে মোঃ হাবিবুর রহমান রকি(২৫), গন্ডগ্রাম নতুনপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে মোঃ তরিকুল ইসলাম(২২),গন্ডগ্রাম নতুনপাড়ার জিন্নাহ খানের ছেলে মোঃ জিসান খান(২১),গন্ডগ্রাম সারিয়াকান্দি পাড়ার মৃত-মিলন হোসেনের ছেলে মোঃ জিহাদ হোসেন(২০) এবং মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলা এলাকার আনারুল সরকারের ছেলে টুটুল(২০)। এসব তথ্য নিশিত করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখার(ডিবি)’র ইনস্পেক্টর রাকিব হাসান।

এর আগে রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা শহরের জেলখানা মোড় এলাকায় ফ্রন্স জুস বাসের সামনে এই হামলার ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় আহতরা হলেন-দ্য বিজন্সে স্ট্যান্ডর্ড এর উত্তরাঞ্চল প্রতিনিধি খোরশেদ আলম, অনলাইন পোর্টাল বগুড়া লাইফ এর স্টাফ করেসপন্ডেন্ট আশরাফুদৌলা নিয়ন এবং তৌফিকুল ইসলাম নিরব।

আহত সাংবাদিক নিয়ন খোরশেদকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের মাথা,চোখ ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

আহত সাংবাদিক খোরশেদ আলম বলেন,আমরা বিকেল ৩টার দিকে জুস রারটিতে যাই।জুসপান করে বের হওয়ার সময় হঠাৎ ১২-১৪জন যুবক নিয়নকে ঘিরে ধরে।

আমি এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করলে তারা আমাকে মারধর শুরু করে।এরপর এক যুবক চাকু বের করলে নিয়ন আমাকে বাঁচাতে গেলে ৮-৯ জন তাকে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করে।

অপর আহত সাংবাদিক নিয়ন বলেন,আমি সবাইকে চিনতে পারিনি।তবে একজন আমার এলাকার ছিল।সম্ভবত তারা আগে থেকেই আমাদেরকে অনুসরণ করছিল।

জুস বার হতে বের হওয়ার সময় কয়েকজন আমার নাম-পরিচয় জানতে চায়। আমি পরিচল দিলে পিছন থেকে হঠাৎ আক্রমণ করে মাথা ও চোখে এত ঘুষি মারতে থাকে যে একপর্যায়ে আমি ডানচোখে দেখতে পাইনি।পরে কৌশলে সেখান থেকে সরে এসে হাসপাতালে যাই।

বগুড়া ডিবির ইনস্পেক্টর রাকিব হাসান জানান,ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হামলাকারীদেরকে শনাক্ত করে একাধিক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে এর আগে হত্যা ও মাদক আইনে দুটি মামলা এবং হাবিবুর রহমান রকির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, হত্যা চেষ্টা ও মাদকসহ ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত ওই ছয়জনকে আজ দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর