গাজায় গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটে নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট: April 7, 2025 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর আগ্রাশন, হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি।

সোমবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির ব্যানারে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক ওমর আলী বাবু ও গোলাম কবীর।

বক্তারা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, শিশু ও নারীসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র।

বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। পুরো মুসলিম বিশ্ব কে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এসময় ইসরায়েলের সকল পণ্য বয়কটসহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা।

Share Now

এই বিভাগের আরও খবর