‘No Class, No Movement’ কর্মসূচিতে উপ-উপাচার্যের সম্পৃক্ততা: ফিলিস্তিনের প্রতি একাত্মতা

আপডেট: April 7, 2025 |
print news

শাহারিয়া আহমেদ নয়ন: ঢাকা, ৭ এপ্রিল (সোমবার) গাজায় ইসরাইলি বাহিনীর চালানো গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সোনারগাঁও ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১১টায় ক্যাম্পাস চত্বরে শুরু হয় মানববন্ধন কর্মসূচি। শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে “Free Palestine”, “Stop Killing in Gaza”, “We Stand with Palestine” ইত্যাদি স্লোগান দেন এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনিদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার জোর আহ্বান জানান।

মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের হয়, যা গ্রিন রোড ক্যাম্পাস থেকে শুরু হয়ে পান্থপথ সিগন্যাল পর্যন্ত অগ্রসর হয়।

received 659701473473679

শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাত্মতা প্রকাশ করে। ৬ এপ্রিল (রবিবার) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশাসন শিক্ষার্থীদের অবস্থানকে স্বীকৃতি দেয় এবং পরবর্তীতে সোনারগাঁও ইউনিভার্সিটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই কর্মসূচির প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানানো হয়।

IMG 20250407 212301 750 x 430 pixel

এ কর্মসূচিতে সরাসরি অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক বুলবুল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ডিরেক্টর মেহরাব হোসেন জসি, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী।

উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ বলেন, “ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন রয়েছে। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ যেভাবে সংহতি প্রকাশ করছে, আমরাও সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষ থেকে সেই চেতনায় একাত্মতা জানাচ্ছি।”

শিক্ষার্থীরা বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের পাশে থেকে যে সহানুভূতি ও সমর্থন দেখিয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। মানবিক এই ইস্যুতে আমরা সকলে একতাবদ্ধ।”

এই কর্মসূচি “No Class, No Movement” উদ্যোগের সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর