কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধনে আসছে শিরোনামহীন

আপডেট: April 11, 2025 |
inbound7396562223957545741
print news

ডিআইইউ প্রতিবেদক: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ পুনর্মিলনী, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন এবং সেন্ট্রাল কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন।

এই ত্রিমাত্রিক আয়োজনকে আরও বর্ণিল করতে আগামী ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়টিতে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’।

তাদের পরিবেশনায় মুখরিত হবে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ। শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উপহার পাবেন জনপ্রিয় সব গানগুলো।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী চলবে রঙিন সব আয়োজন। থাকবে বৈশাখী শোভাযাত্রা, লোকজ সাংস্কৃতিক পরিবেশনা, গ্রামীণ খাবারের স্টল, ঈদ পুনর্মিলনী ঘিরে ভিন্ন স্বাদের আয়োজন এবং ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ।

এছাড়া সেন্ট্রাল কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক যাত্রার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলর এক নতুন মাত্র যোগ করবে।

বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেরুন নেছা কবিতা বলেন, “এটা যেন আনন্দের ট্রিপল ডোজ! ঈদ মানেই আত্মীয়-স্বজন, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, নববর্ষ মানেই নতুন সম্ভাবনার সূচনা আর শিরোনামহীন তো সবসময়ই হৃদয়ের কাছাকাছি। তিনটি উপলক্ষ একসাথে উদযাপন করতে পারা একেবারেই বিশেষ কিছু।

যেন মনটা ভরে যায়। আবার চারপাশে উৎসবের একটা উচ্ছ্বলতা ছড়িয়ে পড়ে। এটা আমাদের স্মৃতিতে অনেকদিন থাকবে।”

কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কামরুল বলেন, “ঈদ, নববর্ষ আর শিরোনামহীন- তিনটি আনন্দ একসাথে উদযাপন হতে যাচ্ছে বিষয়টি একদম চমক দেওয়ার মতো। আমার কাছে এটি অসাধারণ লেগেছে।

আবার সেন্ট্রাল কালচারাল ক্লাব প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম অংশ। আমাদের বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্লাবটি উদ্বোধন হতে যাচ্ছে বিষয়টি ভালো লাগছে। এতে মেধা বিকাশের নতুন পথ খুলবে।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এমন আয়োজন নিয়মিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মননশীলতা ও সংস্কৃতিমনা হয়ে ওঠার সুযোগ আরও প্রসারিত করতে কাজ করবে কালচারাল ক্লাব।

Share Now

এই বিভাগের আরও খবর