জাবিতে চালু হলো ইলেকট্রিক কার্ট

আপডেট: April 13, 2025 |
inbound2072131593713904227
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে পরীক্ষামূলক ভাবে  ইলেকট্রিক কার্ট চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৩ই এপ্রিল) সন্ধ্যায় উপাচার্য অধ‍্যাপক ড.মুহাম্মদ কামরুল আহসান ৪ টি ইলেকট্রিক কার্ট উদ্বোধন করেন। এসময় উপাচার্য ও তার সাথে থাকা প্রশাসনের সংশ্লিষ্টরা গাড়িতে করে পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন।

জানা যায়, আগামী মঙ্গলবার থেকে এই কার্ট শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হবে। দুইটি কার্ট ছাত্রদের আবাসিক হলের এলাকা থেকে এবং দুইটি কার্ট ছাত্রীদের আবাসিক হল সংলগ্ন এলাকা থেকে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে যাবে।

প্রশাসনের সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কার্টের ভাড়া সর্বনিম্ন ৫ টাকা এবং সর্বোচ্চ ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাড়ি উদ্বোধনের সময় উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরিবেশ বান্ধব এই গাড়ি চালু করেছি। আমরা এক শিক্ষার্থীকে হারিয়েছি অটোরিকশা দূর্ঘটনায়। আমরা এ ধরনের ঘটনা আর চাইনা।

উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে এই উদ্যোগ। আমরা দেখবো স্থানীয়ভাবে নির্মাণ করা এই ইলেকট্রিক আমাদের কতটা সার্ভিস দিতে পারে।

শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতেই মূলত এই উদ্যোগ, তাদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

গুরুত্বের সাথে বলতে চাই, আফসানা কারীম রাচির জীবনের বিনিময়ে কখনোই এটি যথার্থ কোনো পদক্ষেপ হতে পারে না, আমরা যেনো এটাকে তাকে ভুলে যাচ্ছি না সেই নিদর্শন হিসেবে এটাকে গ্রহণ করি।

এই পরিবহন দ্বারা যারা উপকৃত হবে তাদের ভালো অনুভূতিটা তার জন্য দোয়া হিসেবে যাবে, এই প্রত্যাশা রাখছি।”

উল্লেখ্য গত ১৯ নভেম্বর মার্কেটিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম (রাচি) ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান।

এতে শিক্ষার্থীদের দাবির মুখে ক‍্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

inbound1977431112572223981

অটোরিক্সা নিষিদ্ধ হওয়ার পর থেকে শিক্ষার্থীদের যাতায়াতে যে দুর্ভোগ তৈরি হয়েছে, তা লাঘব করতেই বিকল্প যানবাহনের উদ্যোগ নেওয়ার জন্য দাবি জানিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ  শিক্ষার্থীরা।

বর্তমানে ক্যাম্পাসে প্যাডেলচালিত রিকশা চালু থাকলেও তার সংখ্যা ও ভাড়ার দিক বিবেচনায় শিক্ষার্থীদের জন্য উপযোগী নয়।

তাই শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে  বিকল্প ও টেকসই সমাধান হিসেবে পরিবেশবান্ধব “কার্ট গাড়ি” চালুর পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Share Now

এই বিভাগের আরও খবর