বগুড়ায় পৃথক মামলায় আইনজীবী ও বিএনপি নেতা গ্রেফতার

আপডেট: April 15, 2025 |
inbound8735724624665064939
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধনুটের ওয়ারেন্ট মূক্ত পালাতক আসামী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম শাহীন ও চাঁদাবাজি মাললার আসামী আইনজীবী রাজ্জাকুর কবির বিদ্যুৎকে গ্রেফতার থানা করেছে পুলিশ।

১৫ এপ্রিল (মঙ্গলবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ধনুট থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পৃথক জায়গা থেকে তাদেকে গ্রেফতার করা হয়।

থানার মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালে বগুড়া সদর থানায় রাকিবুল ইসলাম শাহীনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। এই মামলার ওয়ারেন্ট মূক্ত পালাতক আসামী ছিলেন রকিবুল ইসলাম শাহীন।

গোপন সংবাদেরব ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে আইনজীবী রাজ্জাকুর কবির বিদ্যুৎতের বিরুদ্ধে তার বাবার(পালিত) ধবুট থানায় চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ধনুট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুলল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান,গ্রেফতারকৃত রকিবুল ইসলাম শাহীন ও রাজ্জাকুর ইসলাম শাহীনকে দুপুরে থানা থেকে বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর