“বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘Walk for Liberty, Plant for Future’ কর্মসূচি অনুষ্ঠিত”

আপডেট: April 15, 2025 |
inbound2737451510376350659
print news

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে Student For Liberty, Bangladesh-এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল “Walk for Liberty, Plant for Future” শীর্ষক র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি।

দেশের চারটি বিশ্ববিদ্যালয়—রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে—একযোগে এই উদ্যোগ পালন করা হয়।

উক্ত কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে সচেতন করা, স্বাধীন চিন্তা করার মনোভাব তৈরি করা এবং পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

সকাল ১০:৩০ মিনিটে শুরু হওয়া র‍্যালিটি মিডিয়া চত্বর থেকে যাত্রা করে দেবদারু রোড, কৃষ্ণচূড়া রোড হয়ে মেইন গেটে এসে শেষ হয় ১০:৪৫ মিনিটে।

পরে ১০:৪৫ থেকে ১১:১৫ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হল মাঠ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

Student For Liberty, Bangladesh-এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার লোকাল কো-অর্ডিনেটর মো. আশিকুর রহমান বলেন, “আমরা বিগত জুলাই আন্দোলনে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম বলেই ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং এক নতুন বাংলাদেশ উপহার দিতে পেরেছি।

এখন সময় এসেছে আমাদের চারপাশের ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা নিয়ে ভাবার, মত প্রকাশের এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবার। এই র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি সেই চিন্তারই প্রতিফলন।”

তিনি আরও বলেন, “পরিবেশ নিয়ে কাজ করার সময় এসেছে। আমরা যদি এখন থেকেই বৃক্ষরোপণে মনোযোগী হই এবং কার্বন নিঃসরণের বিরুদ্ধে ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।”

র‍্যালি শেষে SFL-এর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন লোকাল কো-অর্ডিনেটর আশিকুর রহমান এবং লোকাল কো-অর্ডিনেটর তাসফিয়া।

একই সঙ্গে তাঁরা আসন্ন “Local Coordinator Recruitment”-সংক্রান্ত নির্দেশনা প্রদান করেন এবং আগ্রহী শিক্ষার্থীদেরকে যুক্ত হওয়ার আহ্বান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর