সবাইতো আমার মতো দোষী হয়ে জেলে যায় না : পরীমনি

আপডেট: April 20, 2025 |
boishakhinews 42
print news

উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা এক মামলায় অভিনেত্রী পরীমনি জেলে গিয়েছিলেন। জেলে থাকাকালীন একটা বন্ধু সার্কেল গড়ে ওঠে ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়িকার। তাদের কারও কারও সঙ্গে এখনও যোগাযোগ রাখছেন বলে সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন এই অভিনেত্রী। জেলের বন্ধুরা পরীমনিকে কি প্রশ্ন করতো, তাও প্রকাশ করেছেন পরীমনি।

পরীমনি বলেন, ‘‘আমি জেলে গিয়েছিলাম, জেলে যাদের সঙ্গে দেখা হয়েছিলো, সবার সঙ্গে যোগাযোগ নাই তবে কারও কারও সঙ্গে যোগাযোগ আছে। সবাইতো আমার মতো দোষী হয়ে জেলে যায় নাই, কাউকে কাউকে দোষী বানানোর পরে জেলে গেছে। ওরা আমাকে মাঝে মাঝে বলে যে, দেখো তোমাকে কেউ প্রোপোজ করলে কি করবা, তোমার কি কোথাও এমন কেউ নাই?’’

জেলের বন্ধুদেরকে পরীমনি তাদের প্রশ্নের উত্তরে নাকি বলেছিলেন, ‘‘আমি এমন একটা জীবন চাই, যেখানে দেখা যাবে আমি হয়তো দেশের বা বিদেশের কোনো সমুদ্র সৈকতে হাঁটলাম, তারপর কেউ আমাদেরকে বললো—ওরা ‘বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড’ এরকম। কিন্তু দেখা গেলো আমার ছেলে আর আমি। আমি ওই জীবনটা চাই।’’

পরীমনি ওই সাক্ষাৎকারে আরও জানান, দুই সন্তানকে নিয়ে তিনি খুব ভালো আছেন। এর বাইরে আর কোনো সম্পর্ককে বড় করে ভাবতে চান না।

 

Share Now

এই বিভাগের আরও খবর