ইনসাফ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত শরীফুল রাজ

আপডেট: April 20, 2025 |
boishakhinews 43
print news

ঢাকাই সিনেমার জনপ্রিয় ও গুণী অভিনেতা শরীফুল রাজ বেশ কিছুদিন ধরেই একেবারে আলোচানার বাইরে। শরীফুল রাজকে সর্বশেষ ‘ওমর’ সিনেমাতে দেখা গিয়েছে। এরপর হঠাৎ তার দেখা মিললো ১৮ এপ্রিল সন্ধ্যায় নির্মাতা সঞ্জয় সমদ্দারের সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

জানা গেছে, সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমা ‘ইনসাফ’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা। সিনেমার একটি স্টিল চিত্র প্রকাশ করেছেন এই নির্মাতা। স্থিরচিত্রটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ভাইরাল হয় এটি। অনেকেই শুভকামনা জানিয়েছেন।

সঞ্জয় সমাদ্দার গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদুল আজহাতে মুক্তি পাবে ‘ইনসাফ’। এই সিনেমার দৃশ্য ধারণের কাজও প্রায় শেষের দিকে। শুধুমাত্র একটি গানের শুটিং বাকি আছে। সেটির জন্য এফডিসিতে সেট নির্মাণের কাজ চলছে। আগামী সপ্তাহেই হবে শুটিং। সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি।

ইনসাফের শরীফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ। এতে গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করবেন, মোশাররফ করিম। শোনা যাচ্ছে, নেতিবাচক চরিত্রে দেখা যাবে এই গুণী অভিনেতাকে।

Share Now

এই বিভাগের আরও খবর