বগুড়ায় দিনদুপুরে ছিনতাই: মূল হোতাসহ গ্রেপ্তার ৩ যুবক


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ছিনতাই মামলার মূল হোতাসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ।
শহরের কলোনী বটতলা ও সদর থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ধারালো চাপাতি ও ছিনতাইকৃত নগদ ১৪ হাজার ট্রাক উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার লতিফপুর মধ্যপাড়া এলাকার আজিজ শেখের ছেলে মোঃ আরিফ শেখ (৩২), চকফরিদ কলোনীর আব্দুল খালেক বাদলের ছেলে মোঃ তরিকুল ইসলাম তারেক(৩১) এবং একই উপজেলার গণ্ডগ্রামের মোঃ খোরশেদ আলম বুদুর ছেলে মোঃ জাহিদ।
ডিবি সূত্রে জানা যায়,গত বছরের ২১ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া জেলা শহরের চকফরিদ কলোনীর ফাতেমা কোর্টজের সামনে যমুনা গ্যাস সিলিন্ডারের ডিলার মোছাঃ আম্বিয়া খাতুনের ম্যানেজার মোঃ তারেকের ওপর একদল ছিনতাইকারী অতির্কিত ভাবে হামলা চালায়।
এর পর ম্যানেজার তারেককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার সঙ্গে কথা থাকা ব্যাগ থেকে ৯ লাখ ১৬ হাজরা টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
এ ঘটনার পরদিন বগুড়া সদর থানায় একটি মামলা হয়।যাহার নম্বর(মামলা নম্বর-৫৬, তারিখ ২২-১২-২০২৪,ধারা ৩৯৪ দন্ডবিধ)।
এরেই ধারাবাহিকতায় তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা। ২৪এপ্রিল বিকেল ৩টা ৫৫মিনিটে বগুড়া শহরের কলোনী বটতলা এলাকা থেকে মোঃ আরিফ শেখকে গ্রেফতার করা হয়।তার পরিহত প্যান্টের কোমরের পেছনে লুকানো অবস্থায় ১৫ ইঞ্চি লম্বা একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী ওইদিন রাতেই বগুড়া সদর থানার বিভিন্ন এলাকা থেকে বাকিদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১৪ হাজার টাক উদ্ধার করা হয়।
বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে। ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র ও বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।