মালয়েশিয়ায় সম্মানসূচক পুরষ্কার পেয়েছেন আলেকজান্ডার বো


অসংখ্য ব্যবসা সফল সিনেমার জনপ্রিয় অভিনেতা আলেকজান্ডার বো ‘টি এন গ্লোবাল অ্যাওয়ার্ড মালয়েশিয়া’ অর্জন করেছেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘সেরা শিল্পী এবং কারাতে জাজ, প্রশিক্ষক পুরষ্কার-২০২৪’ উপস্থিত হয়ে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এমডি বশির আহমেদের হাত থেকে এই অভিনেতা পুরস্কার গ্রহণ করেন।
জানা গেছে, ‘টি এন গ্লোবাল অ্যাওয়ার্ড মালয়েশিয়া’ সম্মাননা পারফর্মিং আর্টস এবং মার্শাল উভয় ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে প্রশংসিত ব্যক্তিত্বদের দেওয়া হয়। উভয় ক্ষেত্রে অবদান রাখায় এই অভিনেতাকে পুরস্কৃত করা হয়েছে।
১৯৯৫ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লম্পট’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আলেকজান্ডার বো। পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘ম্যাডাম ফুলি’ সিনেমাতে শিমলার বিপরীতে এই নায়কের অভিনয় দারুণ প্রশংসিত হয়।
এরপর তিনি অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। সম্প্রতি এই অভিনেতা বদিউল আলম খোকন নির্মিতব্য ‘তছনছ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন।
শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে সর্বোচ্চ ভোটে পেয়েছেন আলেকজান্ডার বো।