ডিআইইউ’র পুরাতন ক্যাম্পাসে ৩৫ ঘণ্টার বিদ্যুৎ বিরতি

আপডেট: April 30, 2025 |
inbound4299724635725558936
print news

ডিআইইউ প্রতিনিধিঃ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসে এসি সংযোগ এবং বৈদ্যুতিক কাজের রক্ষনাবেক্ষণের জন্য ৩৫ ঘন্টা বিদ্যুৎবিহীন থাকবে পুরো ক্যাম্পাস। এতে শিক্ষক-শিক্ষার্থীদের সাময়িক ভোগান্তি পোহাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ইনচার্জ) মো. আবু তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ এপ্রিল ২০২৫, রাত ৯টা থেকে ০২ মে ২০২৫, সকাল ৮টা পর্যন্ত পুরাতন ক্যাম্পাসে এসি সংযোগ এবং অন্যান্য বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ কারণে নির্ধারিত সময়জুড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

তবে বিদ্যুৎ না থাকলেও ভর্তি ও তথ্য শাখা এবং হিসাব শাখার কার্যক্রম যথারীতি চলবে বলে জানানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর