বাংলাদেশ নারী দল বার্ষিক আইসিসি র‍্যাংকিংয়ে ১০ নম্বরে

আপডেট: May 3, 2025 |
boishakhinews 5
print news

নারী টি-টোয়েন্টি দলের বার্ষিক আইসিসি র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। র‍্যাংকিংয়ের আয়ারল্যান্ডের নিচে নেমে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

আইসিসি প্রকাশিত নতুন র‍্যাংকিং অনুযায়ী, বাংলাদেশ নারী দল এক ধাপ নিচে নেমে এখন ১০ নম্বরে রয়েছে।

তাদের পেছনে ফেলে ৯ নম্বরে উঠে এসেছে আয়ারল্যান্ড। সর্বশেষ বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে পরাজিত হলেও, আইরিশ নারীরা টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছিল, যার প্রভাব পড়েছে এই র‍্যাংকিংয়ে।
আইসিসির র‍্যাংকিংয়ের শীর্ষ আটটি অবস্থান পূর্বের মতোই রয়েছে। এক নম্বরে অস্ট্রেলিয়া, দুই নম্বরে ইংল্যান্ড এবং তিন নম্বরে ভারত অবস্থান করছে।

চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড, এরপর দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান যথাক্রমে রয়েছে। এদিকে এশিয়ান দল থাইল্যান্ড দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছে, অর্থাৎ বাংলাদেশের পরেই তাদের অবস্থান।

Share Now

এই বিভাগের আরও খবর