বগুড়ায় চোরাই সিএনজির ইন্জিন ও খন্ডিত অংশ উদ্ধারসহ গ্রেফতার ০৩

আপডেট: May 6, 2025 |
inbound3152648817067949133
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের অভিযানে শহরের একটি পরিত্যাক্ত বাড়ি থেকে একটি সিএনজি অটোরিকশার খন্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।

এসময় ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফরার করে আজ মঙ্গলবার আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার(৫ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বগুড়া ( ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার বাদুরতলা গ্রামের অভিযান চালিয়ে সিএনজির খন্ডিত অংশসহ তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ রাসেল(২৭), মোঃ সাগর প্রামাণিক(২৪) ও বেলাল হোসেন (২৭)। তিন জনরেই বাড়ি বগুড়া সদর থানার বিভিন্ন এলাকায়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার।

বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার জানান,গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার বাদুরতলা এলাকার আতিকুর রহমান ওরফে শুভ নামের এক ব্যক্তির পরিত্যাক্ত বাতিতে অভিযান পরিচালনা করে চোরাই সিএনজির ইন্জিনসহ বিভিন্ন খন্ডিত অংশ উদ্ধারশহ ওই তিনজনকে আটক করা হয়।বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত ছিল।

আটককৃত রাসেলের বিরুদ্ধে আগে থেকে দুইটি এবং সাগরের বিরুদ্ধে তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এঘটনায় বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দারের অন্তে আজ মঙ্গলবার দুপুরের পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়।

Share Now

এই বিভাগের আরও খবর