বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেফতার ০৬

আপডেট: May 6, 2025 |
inbound4092165433611198877
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৫ মে) দিবাগত রাতে বগুড়ার আদমদীঘি উপজেলাধীন দত্তবাড়ীয়া গুচ্ছগ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আদমদীঘি উপজেলার দত্তবাড়ীয়া গ্রামের মোঃজালাল সরদারের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৬), একই গ্রামের কমল দেবনাথ এর ছেলে সুদেব দেবনাথ (২৯), মোঃ আজিজার রহমান আকন্দের ছেলে মোঃ আহসান হাবীব ওরফে তোতা (৩৬),মৃত তজিবর সাহার ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৭), মৃত খালেক সরদারের ছেলে মোঃ মিনহাজ সরদার (৩৭) ও পুশিন্দা হিন্দুপাড়ার মৃত-নারায়ন চন্দ্র সেনেন ছেলে কৃষ্ণ চন্দ্র সেন (৩৫)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান এর নিকট বিষয়টি জানতে চাইতে তিনি জানান, সোমবার (৫ মে) দিবাগত রাতে গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম বসতবাড়ির শয়ন কক্ষ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং গাঁজা উদ্ধারসহ ৬জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর