বগুড়ায় দর্শনার্থীদের মারধর করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০২


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে দর্শনীয় স্হানে ঘুরতে আসা দর্শানার্থীদেরকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বি-ব্লক এলাকা থেকে তাঁদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই দুই যুবক হলো-উপজেলার কামারপাড়া গ্রামের আব্দুল মজিদ ওরফ নয়ন এর ছেলে কাজী হায়াৎ(২৮) এবং মিন্টু মিয়ার ছেলে সিয়াম আহম্মেদ(২৩)।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় একটি দর্শনীয় স্থানে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থীকে মারধর করে এবং তাদের কাছে থেকে তিনটি স্মার্টফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় ওই দুই যুবক।
পরে ভুক্তভোগীর সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে অভিযোগ দেন।
অভিযোগ পাওয়ার পর সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঝিড়া বি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবকে গ্রেফতার করে।
এ সময় তাঁদের কাছ থেকে দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
বগুড়ার সেনাবাহিনীর ক্যাম্পে কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ বলেন,অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পরে ওই দুই যুবকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।