“সোহরাওয়ার্দী কলেজে সাংবাদিক চেতনার তিন বছর”

আপডেট: May 14, 2025 |
inbound6018578384330399084
print news

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অন্যতম সংগঠন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস) এর গৌরবময় চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে সমিতির নিজস্ব কার্যালয় (রুম) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় শহীদ সাংবাদিক হাসান মেহেদী অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক, আজকের পত্রিকার হেড অব এডুকেশন আব্দুল রাজ্জাকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, “ এক নিঠুর কাকলি মুখোপাধ্যায়ের স্বপ্ন ভঙ্গ নয় স্বপ্ন পূরণ হয়েছে, তিনি আরো বলেন বর্তমান একুশে পদক প্রাপ্ত এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ আজকের বড় বড় সাংবাদিকদের পাশে বসতে পেরে আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছে।

সোকসাসের সদস্যরা যেভাবে নিষ্ঠার সাথে সাংবাদিকতার মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য।

তাঁদের এই পেশাদারিত্ব এবং নৈতিকতা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। কলেজ প্রশাসন সবসময়ই তাদের পাশে থাকবে।”

প্রধান আলোচক মাহমুদুর রহমান বলেন, রাষ্ট্রের চারটি স্তম্ভব তার মধ্যে সাংবাদিকতা ৪র্থ স্তম্ভ। কিন্তু দুর্ভাগ্যবশত এ চতুর্থ স্তম্ভকে শেখ হাসিনা সরকার একদম শেষ করে দিয়ে গেছে।

তিনি আরো বলেন তোমরা বড় মানের সাংবাদিক তোমাদের একাডেমিক পড়াশোনার কোন বিকল্প নেই বাংলা ইংরেজি সহ সব ধরনের জ্ঞানের প্রয়োজন সাংবাদিক হতে গেলে সেই সাথে তোমাদের সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার অভ্যাস গড়ে তুলতে হবে এখন থেকেই।

কলেজজীবন থেকেই দায়িত্বশীল সাংবাদিকতা শেখা গেলে, ভবিষ্যতে জাতীয় পর্যায়ের সাংবাদিকতায় নেতৃত্ব দেওয়া সম্ভব।

বিশেষ আলোচক শহিদুল ইসলাম বলেন, “সাংবাদিকতা মানেই দায়িত্ববোধ ও বস্তুনিষ্ঠতার প্রতীক।যেকোনো ভালো সাংবাদিকতার শুরু হয় ক্যাম্পাস থেকেই।

সোকসাস সেই জায়গা থেকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।”

দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি নৈতিক দায়িত্ব।

তরুণরা যদি এই মূল্যবোধ নিয়ে এগিয়ে আসে, তবে গণমাধ্যম আরও শক্তিশালী হবে।

সোকসাসের সভাপতি ইয়াসিন মোল্লা বলেন, গত তিন বছর ধরে আমরা তথ্যভিত্তিক সাংবাদিকতা, শিক্ষামূলক প্রতিবেদন ও ক্যাম্পাস বিষয়ক নানা ইস্যুতে কাজ করেছি। আজ আমাদের নিজস্ব কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সেই পথচলা আরও সুদৃঢ় হলো।

Share Now

এই বিভাগের আরও খবর