দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

আপডেট: May 15, 2025 |
inbound7432617895841341773
print news

সারাদেশের তিনটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

জানা গেছে বুধবার সন্ধ্যা পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। ঢাকায় রেকর্ড করা হয়েছে ২৩ মিলিমিটার।

Share Now

এই বিভাগের আরও খবর